পাটনা, ১ এপ্রিল (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে তাহলে কী রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার? এই জল্পনাই চলছে বিহার তথা জাতীয় রাজনীতিতে। যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়ে উত্তর দিল জনতা দল (ইউনাইটেড)। শুক্রবার জেডি (ইউ)-র জাতীয় সাধারণ সম্পদক ও বিহারের মন্ত্রী সঞ্জয় কুমার ঝা দু’টি টুইট করে জানিয়েছেন, নীতীশ কুমার কোথাও যাচ্ছেন না। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে সম্পূর্ণ মেয়াদ চালিয়ে যাবেন।
সঞ্জয় কুমার ঝা টুইট করে জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যসভায় যাওয়ার কথা ভাবছেন এই গুজবে আমি কৌতূহলী! এটি অনর্থক এবং সত্য থেকে অনেক দূরে। বিহারের সেবা করার জন্য জনগণের জনাদেশ রয়েছে নীতীশ কুমারের ওপর এবং মুখ্যমন্ত্রী হিসাবে সম্পূর্ণ মেয়াদের চালিয়ে যাবেন তিনি। তিনি কোথাও যাচ্ছে না!” সঞ্জয় কুমার আরও জানিয়েছেন, “২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র মুখ ছিলেন নীতীশ কুমার এবং জনগণই এই জোটকে ক্ষমতা এনেছেন। মানুষের সেবা করার জন্য তাঁর অঙ্গীকার এবং বিহারকে রূপান্তরিত করার ক্ষমতা পবিত্র। আমি সকলকে এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”