KKR: আজ পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর, দুশ্চিন্তা রাসেলের চোট

কলকাতা, ১ এপ্রিল (হি.স.) : আজ শুক্রবার আইপিএলের ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে শ্রেয়স আইয়ারের কেকেআর। ফ্যাফ ডু’প্লেসিস-বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের ৪৮ ঘণ্টার মধ্যে ফের মাঠে নেমে পড়তে হচ্ছে কেকেআরকে। প্রতিপক্ষ মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। আরসিবির বিশাল ২০৫ রান তাড়া করে জিতে গিয়েছে প্রথম ম্যাচে। ম্যাচে আইপিএলের নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন বিস্ফোরক ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথ। এর সঙ্গে যোগ হবেন পঞ্জাবের পেস অস্ত্র কাগিসো রাবাডা। আজ নাইটদের বিরুদ্ধে পঞ্জাবের শক্তিবৃদ্ধির চেয়েও কেকেআরের চিন্তা অন‌্য একটা বিষয় নিয়ে। চিন্তা, আন্দ্রে রাসেলের চোট নিয়ে।

আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান রাসেল। যে কারণে তাঁকে দিয়ে চার ওভারের বোলিং কোটা পূরণের ঝুঁকি নেয়নি কেকেআর। হাতে বোলার না থাকায় চোটগ্রস্ত রাসেলকে শেষ ওভার করাতেই হয় এবং প্রাক্তন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক দু’বলে খেলা শেষ করে দেন।
আপাতত প্রশ্ন হল, রাসেল শেষ পর্যন্ত পারবেন তো পঞ্জাব ম্যাচে নামতে? নাইট শিবিরে খোঁজ চালিয়ে জানা গেল, রাসেলের চোট নাকি খুব গুরুতর নয়। বলা হল, পরিস্থিতি যা, তাতে পঞ্জাব ম্যাচ খেলা উচিত ক্যারিবিয়ান অলরাউন্ডারের। সেটা সময় বলবে। তবে আরসিবির কাছে হারলেও কেকেআরকে শান্তি দিচ্ছে, সামান্য রান নিয়েও গোটা টিমের অদম্য লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *