West Bengal Election : ১০৮ পুরভোটে কড়া নিরাপত্তা, কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের ২০টি জেলার ১০৮টি পুরসভায় চলছে ভোটগ্রহণ পর্ব। মোট ২,২৭৬টি বুথ রয়েছে, নিরাপত্তার দায়িত্বে মোট ৪৪ হাজার রাজ্য পুলিশ। সমস্ত বুথেই রয়েছে সিসি ক্যামেরা। বাড়তি নজর দেওয়া হয়েছে বীরভূম, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানে। কমিশনের কড়া নির্দেশ, অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিতে হবে। প্রতি বুথে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনী। ভোট সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ১৭ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এ ছাড়া পুলিশ, সাধারণ এবং বিশেষ পর্যবেক্ষকদের উপরও নজরদারি চালানো হচ্ছে।

রবিবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বিদ্যানিধি স্কুলে বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ। বাম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আবার হুগলির কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে মারধরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। প্রতিবাদে কোন্নগর বটতলা জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। কৃষ্ণা ভট্টাচার্য নির্বাচনী কার্যালয় থেকে ফেরার সময় ২৪ পল্লীর কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে মারধরে করে বলে অভিযোগ।

বহরমপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিটি আই স্কুলে ৪৬ নম্বর বুথের ভেতরে কংগ্রেস এজেন্টকে ব্যপক মারধরের অভিযোগ। ঘটনাস্থলে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *