BJP MP Arjun Singh Election EVM : জীবনে এই প্রথমবার, ভোট দিতে পারলেন না অর্জুন সিং

বারাকপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): জীবনে এই প্রথমবার ভোট দিতে পারলেন না বিজেপি সাংসদ অর্জুন সিং। তবে সেটা কোনও অপ্রীতিকর ঘটনার জেরে নয়। সেটা দল এবং সংসারে ভাঙনের জন্য। ভাটপাড়ায় এদিন ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে। তাও আবার বিজেপির এজেন্টের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অর্জুন সিং বলেন, ‘‌যেভাবে ভোটগ্রহণ চলছে তাতে গণতন্ত্র নয় মমতাতন্ত্র চলছে।’‌ নিজের ওয়ার্ডেই এদিন ভোট দিতে পারলেন না বিজেপি সাংসদ।

কেন ভোট দিতে পারলেন না, তাও জানিয়েছেন অর্জুন সিং। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার অর্জুন সিং। সেখানে এবার বিজেপি প্রার্থী করেছিল সৌরভ সিংকে। যিনি সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো। কিন্তু নির্বাচনের প্রাক্কালে ঘটে অর্জুনের সাজানো সংসাকে সিঁধ কাটে জ্যোতিপ্রিয় মল্লিক–পার্থ ঘোষরা। ফলে বিজেপির মনোনয়ন প্রত্যাহার করেন সৌরভ সিং এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ফলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থী নেই। তাই ভোট দিতে পারলেন না অর্জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *