বারাসত, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ইভিএম ভাঙচুরের অভিযোগে বারাসতের সাত নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। তাছাড়া বারাসতের সাত নম্বর ওয়ার্ডের চন্দনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এক বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ। একটি বাইক আটক করে। পুরভোটকে কেন্দ্র করে বারাসাতে বুথের ভিতর তাণ্ডব। বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডের ভোটে কারচুপি ইভিএম ভাঙচুরের অভিযোগ ওঠে । এমনকি বারাসাতে বুথের ভিতর ঢুকে তাণ্ডবের অভিযোগ । অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে । পরিস্থিতি উতপ্ত হতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয় । ইভিএম ভাঙচুরের ফলে বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত হয়ে যায় বলে অভিযোগ । বর্তামানে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী । পরিস্থিতি শান্ত রাখতে কড়া নজরদারি পুলিশের ।
2022-02-27