করিমগঞ্জ (অসম), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : নির্বাচনে জয়ী হলে পুর-এলাকার সমস্যা সমাধানই হবে মূল লক্ষ্য। শহরের রাস্তাঘাট, স্ট্রিট লাইট, নিকাশি ব্যবস্থা, এলাকাকে স্বচ্ছ ও সুন্দর করে তোলা সহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করতে সচেষ্ট হবেন। করিমগঞ্জে পুর-নাগরিকদের দুয়ারে দুয়ারে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিচ্ছেন ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রবীন্দ্র দেব।
দলমতের ঊর্ধ্বে ওঠে নিজের এলাকায় সর্বস্তরের নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক থাকার দরুন বিরোধী প্রার্থীর থেকে রবীন্দ্র দেব অনেকটাই তিনি এগিয়ে, দাবি খোদ প্রার্থীর। এখন পর্যন্ত ২০ নম্বর ওয়ার্ডের নাগরিকদের কাছ থেকেও এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জয়ী হলে চেয়ারম্যান পদের জন্য তিনি যে অন্যতম দাবিদার হবেন, এই দাবিও জানিয়ে রেখেছেন রবীন্দ্র।
করিমগঞ্জ পুরসভা দখলের জন্য জোরদার প্রয়াস চালাচ্ছে বিজেপি। ২০ নম্বর ওয়ার্ডের নাগরিকদের আহ্বানেই এবার রবীন্দ্রবাবু পুরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। আর নির্বাচনে তিনি শক্ত ভিতের উপর রয়েছেন। জয় অনেকটা নিশ্চিত। এই ওয়ার্ডে কংগ্রেস এবং বিজেপির মধ্যে সরাসরি লড়াই হবে। কংগ্রেস প্রার্থী চন্দন কুমার দেব নিজের ঘাঁটি শক্ত বললেও, নির্বাচনী প্রচার অভিযানে এখন অবধি তেমন কোনও সাড়া জাগাতে পারেননি। যার জন্য কংগ্রেস প্রার্থীকে পাত্তা দিতেই নারাজ বিজেপি প্রার্থী রবীন্দ্র দেব।
নির্বাচনে জয়ী হলে ওয়ার্ডের বিভিন্ন সমস্যার সমাধান তিনি প্রাথমিকতার ভিত্তিতে করবেন বলে জানান। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পুরবোর্ড দখল করবে। এবং নিজের জয়ও একশো শতাংশ নিশ্চিত বলে দাবি করেন ২০ ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা জেলা বিজেপির অন্যতম উপ-সভাপতি রবীন্দ্র দেব।
২০ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১,৪৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৯৪ মহিলা ভোটার ৭৫১ জন। রেলগেটের একাংশ থেকে শ্রীনগর কলোনি হয়ে সুভাষ নগর ও পেট্রোলপাম্পের কাছে কিছু এলাকা নিয়ে ২০ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীও যথেষ্ট ভালো অবস্থানে রয়েছেন, দাবি শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের। বিজেপি প্রার্থী রবীন্দ্র দেব এবং কংগ্রেস প্রার্থী চন্দন কুমার দেবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শেষ হাসি কংগ্রেস প্রার্থী চন্দন কুমার দেবই হাসবেন বলে দাবি করছেন শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ।

