BJP MLA Krishnendu Pal Hailakandi Congress :হাইলাকান্দিকে মডেল সিটি গড়ার স্বপ্ন ফেরি বিজেপির, বিশুদ্ধ পানীয় জলের অভাব, তদানীন্তন কংগ্রেস সরকারকে ঠুকলেন কৃষ্ণেন্দু-বিশ্বরূপ

হাইলাকান্দি (অসম), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : হাইলাকান্দিকে ‘মডেল সিটি’ গড়ার স্বপ্ন দেখিয়ে শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সুচারুভাবে না হওয়ার জন্য তদানীন্তন কংগ্রেস সরকারের মন্ত্রীকে সরাসরি ঠুকলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য।

পুরভোটে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে শনিবার বিকেলে প্রচারে ঝড় তুলেছেন হাইলাকান্দিতে বিজেপি-র প্রভারী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি দলের জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য সহ জেলা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শহরের উত্তর থেকে দক্ষিণে চরকিপাক খেয়েছেন। বেলা আড়াইটা নাগাদ ১২ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী শুক্লা পুরকায়স্থের অনুকূলে প্রচার চালাতে স্টেশন রোডে এক জনসভার আয়োজন করা হয়। এখানে প্রধান বক্তা প্রভারী কৃষ্ণেন্দু পাল। তবে দলীয় সভার শুরুতে ওই ওয়ার্ডের বাসিন্দা এক যুবক ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা যেমন বিশুদ্ধ পানীয় জলের অভাব, সামান্য বৃষ্টিতে জমা জল বাড়িতে প্রবেশ করা, অপরিষ্কার নালা-নর্দমা প্রভৃতি সমস্যার কথা তুলে ধরেন।

এ প্রসঙ্গে প্রথমেই বক্তব্য পেশ করতে গিয়ে দলের প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য সরাসরি ঠুকেন কংগ্রেস শাসনে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রীকে। কোনও রাখঢাক না রেখে কারও নামোল্লেখ না করে বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, রাজ্যে কংগ্রেস শাসনে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী কে ছিলেন তা সবাই জানেন। ওই মন্ত্রীর জন্য হাইলাকান্দি শহরের নাগরিকরা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। তাঁর সদিচ্ছা থাকলে ১২ নম্বর ওয়ার্ড নয়, গোটা শহরের নাগরিকদের পানীয় জল নিয়ে এমন দুর্ভোগ পোহাতে হত না। বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি পুরবোর্ড দখল করলে ১২ নম্বর ওয়ার্ড সহ গোটা শহরে জলের সমস্যা দূর করতে প্রচেষ্টা চালাবে বিজেপি। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে কর্মচঞ্চল মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে তাঁর উন্নয়নমূলক কাজকর্মের দিকে তাকিয়ে বিজেপি প্রার্থী শুক্লা পুরকায়স্থকে ভোট দিতে আবেদন জানান তিনি।

এর পর মাইক্রফোন হাতে নেন কৃষ্ণেন্দু পাল। পুরসভা নির্বাচনে হাইলাকান্দির ১৬টি আসনের ইনচার্জ (প্রভারী) কৃষ্ণেন্দুও বলেন, কংগ্রেস শাসনকালে অসমে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী কে ছিলেন? রীতিমতো মেজাজ চড়া করে কারোর নামোল্লেখ না করে কৃষ্ণেন্দু বলেন, ওই ব্যক্তির দরুন হাইলাকান্দিতে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। তিনি চাইলে শুধু শহরের ১২ নম্বর ওয়ার্ড নয়, প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পারতেন। কিন্তু সেটা না করে সমস্যা জিইয়ে রেখেছেন।

পাথারকান্দির দু-বারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে প্রশংসায় ভাসিয়ে দিয়ে বলেন, অসমের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। চব্বিশ ঘণ্টার মধ্যে আঠারো ঘণ্টা কাজ করেন। তাঁর মাথায় শুধু অসমের উন্নয়নমূলক চিন্তাভাবনা। কেমন করে অসমকে দেশের উচ্চশিখরে নিয়ে যাওয়া যায়, এমন চিন্তা তাঁর। কেন্দ্রে ও অসমে বিজেপি সরকার থাকায় জনগণ শান্তিতে ও নিরাপদে রয়েছেন। আর হাইলাকান্দিতে পুরবোর্ড বিজেপি দখল করলে শান্তি-নিরাপত্তা আরও দ্বিগুণ বাড়বে বলে জোর গলায় দাবি করেন তিনি।

কৃষ্ণেন্দু পাল জানিয়ে দেন, হাইলাকান্দিতে বিজেপি পুরবোর্ড গঠন করার পর শহরকে মডেল সিটি হিসেবে গড়ে তোলা হবে। আর এজন্য যাবতীয় প্রস্তুতি-প্রচেষ্টা চালাবেন তিনি স্বয়ং। পাশাপাশি বিজেপি পুরবোর্ড গঠন করার পর মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে হাইলাকান্দিতে এনে বিজয় উৎসব করানোর দায়িত্ব নেন কৃষ্ণেন্দু পাল।

দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন পালের পরিচালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য পেশ করেন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য। এর আগে স্টেশন রোডে দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সভাপতি স্বপন ভট্টাচার্য, দুই সাধারণ সম্পাদক স্বপন পাল, শান্তু সারদা, প্রাক্তন জেলা সভাপতি নেপাল চক্রবর্তী, প্রাক্তন সাধারণ সম্পাদক সন্দীপন পাল, প্রদেশ তফশিলি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার, গৌতম গুপ্ত, দলীয় প্রার্থী শুক্লা পুরকায়স্থ, যুবমোর্চার জেলা সভাপতি সঞ্জয় রায় সহ অন্যান্যরা।

এখানে সভা শেষ করে নির্বাচনী প্রভারী সদলে সোজা চলে যান ১৩ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় উদ্বোধন করতে। সেখানেও দলীয় প্রার্থী বর্ণালী দত্ত পুরকায়স্থের পালে হাওয়া তুলতে একই ভঙ্গিমায় বক্তব্য পেশ করেন কৃষ্ণেন্দু পাল, বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ। এর আগে দুপুরের দিকে ৬ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় উদ্বোধন করে নির্বাচনী জনসভায় ভাষণ দেন তাঁরা। বিকেলে ৪ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় উদ্বোধন করে প্রার্থী মানব চক্রবর্তীকে জয়ী করতে আবেদন জানান কৃষ্ণেন্দু পাল, বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ। সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডে ডাক বাংলো রোডে প্রার্থী অভিজিৎ দে-র নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তাঁরা।