Election : কামারহাটিতে বহিরাগতদের ভোট দেওয়ার অভিযোগ

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): রবিবার সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত বিভিন্ন জায়গা । এরই মাঝে কামারহাটিতে বিচিত্র চিত্র । বহিরাগতদের ভোট দেওয়ার অভিযোগ ।

পুরভোটকে কেন্দ্র করে চড়ছে পারদ । সকাল থেকেই বিক্ষিপ্ত জায়গায় ঘটছে উত্তেজনা পূর্ণ ঘটনা । এরই মাঝে কামারহাটির ঘটনায় হতবাক সকলে । কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে ঘটেছে অদ্ভুত ঘটনা । কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের ভোট দেওয়ার অভিযোগ । অভিযোগ উঠেছে,ভোট কেন্দ্রে ভোট দিতে যান এক ব্যক্তি । কিন্তু সেখানে গিয়ে শোনেন তাঁর ভোট দেওয়া হয়ে গিয়েছে । তবে ভোট তিনিই দেবেন এমনই দাবিতে অনড় ৭২ বছরের ওই ভোটার । ঘটনায় উত্তেজনা এলাকায় ।