জাকার্তা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। শুক্রবার সকালে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের কাছে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পে মৃত্যু হয়েছে দু’জনের এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি। অনেক বাড়িতে ফাটলও ধরেছে, তবে ভেঙে পড়ার খবর পাওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার সকালে ৬.২ তীব্রতার জোরালো ভূমিকম্প অনুভূত হয় ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের কাছে। বুকিটিংগি শহর থেকে ৬৬ কিমি দূরে, ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার (৭.৫ মাইল) গভীরতায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের উৎসস্থল থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে পশ্চিম পাসামনে মৃত্যু হয়েছে দু’জনের এবং ২০ জন আহত হয়েছেন। সিঙ্গাপুরেও ভূকম্পন টের যায়।