রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে একাই লড়তে হচ্ছে, পাশে কেউ নেই, হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট

কিয়েভ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়া তিনদিক থেকে আক্রমণ করার পর অসম যুদ্ধে নামতে হয়েছে ইউক্রেনকে। আমেরিকা, ব্রিটেন অথবা ন্যাটো সামরিক সাহায্য নিয়ে এগিয়ে আসেনি। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাশার সুরে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ তাঁদের একাই লড়তে হচ্ছে। পাশে কেউ নেই। যুদ্ধের প্রথম দিনে রাশিয়ার আক্রমণে এখনও পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা তিন শতাধিক। ইউক্রেনের দাবি, যুদ্ধে তাঁরা ৮০০ জনের বেশি রুশ সেনাকে মেরে ফেলেছে।

অভিমানের সুরে যুদ্ধ পরিস্থিতিতে জেলেন্সকি জানিয়েছেন, “আমি ইউরোপের ২৭ জন নেতার কাছে জানতে চেয়েছি ইউক্রেন ন্যাটোর অন্তর্গত হবে কিনা। আমি সরাসরিই জিজ্ঞেস করেছি। কিন্তু সকলেই এত ভীত হয়ে রয়েছে, কেউ কোনও উত্তর দিতে পারেনি।” তিনি এও জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ‘একাই রয়ে গিয়েছে’ ইউক্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *