Stock Market: চাঙ্গা শেয়ারবাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : বুধবার লেনদেন শুরু হতেই চাঙ্গা শেয়ারবাজার। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের শুরু হয়েছে ৩০০-র বেশি পয়েন্ট বৃদ্ধির সঙ্গে। সেনসেক্স প্রায় ৩৫০ পয়েন্ট বেড়ে ৫৭,৬৪৫.০৩-এ পৌঁছায়। ব্যতিক্রম হয়নি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিতেও। নিফটিও প্রায় ১৭,২০০ পয়েন্টে লেনদেন শুরু করে। গতকাল ইউক্রেন-রাশিয়া সংকটের ফলে শেয়ারবাজারে প্রভাব পড়লেও এদিন শুরুতেই ফের ওপরে ওঠে সূচক।

এদিন বাজারের প্রি-ওপেনিংয়েই ইতিবাচক সঙ্কেত থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, স্টক মার্কেটের সূচনা গ্যাপ-আপের সঙ্গেই হবে। প্রি-ওপেনিংয়ে শেয়ার বাজার সামান্য তেজিভাব নিয়ে লেনদেন শুরু করে। এনএসই-র নিফটি ৭০ পয়েন্ট বেড়ে ১৭,১৬১-র স্তরে লেনদেন শুরু করে। বিএসই-র সেনসেক্স ৩১৭.২৫ পয়েন্ট অর্থাৎ ০.৫৫ শতাংশ বেড়ে ৫৭,৬১৭ পয়েন্টে লেনদেন শুরু হয়। এশিয়ার শেয়ার বাজারেও আজ তেজিভাব দেখা যাচ্ছে। সাংঘাই কম্পোজিট, তাইওয়ান, কস্পিতে রয়েছে চাঙ্গাভাব। জাপানের নিক্কেইয়ে উত্থান নেই এবং স্ট্রেট টাইমসে দেখা গিয়েছে লাল সংকেত। হংকংয়ের হ্যাংস্যাংয়েও ভালো উর্ধ্বগতি রয়েছে। দেশের শেয়ার বাজারে মিড ক্যাপ শেয়ারগুলির লেনদেন ইতিবাচকভাবেই হচ্ছে। নিফটি মিডক্যাপ ইনডেক্স ০.৯৬ শতাংশ বেড়েছে এবং স্মল ক্যাপ শেয়ারও ১.৫৯ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *