আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : মোহরছড়া বাজার এলাকায় এক ড্রাগস কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় ড্রাগস কারবারি ড্রাগস বিক্রি করতে এলাকায় আসলে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে পাকড়াও করেন। তার কাছ থেকে কিছু ড্রাগস উদ্ধার হয়েছে। তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে বুধবার দুপুর নাগাদ। আটক যুবকের নাম সঞ্জয় দাস। তার বিরুদ্ধে পুলিশ সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাদকাসক্ত যুবকরা ক্রমশ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। এ ধরনের নেশাকারবারী এবং নেশাখোরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে দাবি জানিয়েছেন।