পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি (হি.স.): বেপরোয়া গতিতে মোটরবাইক চালানোর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, পুরুলিয়ার ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল। সোমবার রাতে পুরুলিয়ার বরাবাজার থানার অন্তর্গত সিঁদরী এলাকায় একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা বালিবোঝাই ডাম্পারে। দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। মৃত তিন যুবকই একটি বাইকে ছিলেন।
সোমবার রাতে তীব্র গতিতে ছুটে আসা তাঁদের মোটরবাইক একটি বালি বোঝাই ডাম্পারে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দু’জন বোরো থানা এলাকার এবং একজন বরাবাজার থানা এলাকার বাসিন্দা। ৩ জনের কারও মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে মোটরবাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা।