Fire: জম্মু মেডিকেল কলেজের স্টোররুমে আগুন, দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে

জম্মু, ২২ ফেব্রুয়ারি (হি.স.): আগুন লাগল জম্মুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্টোররুমে। মঙ্গলবার সকাল দশটা নাগাদ বক্সী নগরে হাসপাতালের ৮ নম্বরে ওয়ার্ডে স্টোররুমে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নিভিয়ে ফেলা হয়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও তেমন হয়নি। তবে, আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রের খবর, সকাল তখন দশটা হবে, হাসপাতালের ৮ নম্বরে ওয়ার্ডে স্টোররুমে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। সকাল ১০.২০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদুতিক শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে।