দেহরাদূন, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের পাউরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। এই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, মৃতরা পেশায় শিক্ষক-শিক্ষিকা। এছাড়াও দু’জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে পাউরি জেলার কোটদ্বারে। মৃতদের নাম-পুনম রাওয়াত (৪৫), বন্দনা ভান্ডারী (৪২) ও দীপক শাহ (৩৮)।
কোটদ্বার সার্কেল অফিসার গণেশ লাল কোহলি জানিয়েছেন, মঙ্গলবার কোটদ্বার থেকে গুমখাল যাচ্ছিলেন সকলে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় তাঁদের গাড়িটি। কিছুক্ষণের উদ্ধারকাজ চালিয়ে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু, দুই মহিলা-সহ ৩ জনকে প্রাণে বাঁচানো যায়নি। আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।