নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): জাতীয় ডিজিটাল বিশ্ববিদ্যালয়কে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি অভূতপূর্ব পদক্ষেপ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “এবারের বাজেট জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে সহায়ক হবে। ন্যাশনাল ডিজিটাল ইউনিভার্সিটি একটি নজিরবিহীন পদক্ষেপ। আসন সংকটের সমস্যা সমাধান করা সম্ভব হবে। সীমাহীন আসন থাকবে। সমস্ত স্টেকহোল্ডারদের কাছে আমি অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব ডিজিটাল ইউনিভার্সিটি শুরু করা নিশ্চিত করুন।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, বৈশ্বিক মহামারীর সময়েও আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে ডিজিটাল কানেক্টিভিটি।
শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩-এর ইতিবাচক প্রভাব কী, তা এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বেলা এগারোটা নাগাদ একটি ওয়েবিনারে অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যত অগ্রদূত। তাঁর কথায়, “আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যত অগ্রদূত। তাঁরাই দেশের ভবিষ্যৎ নির্মাতা। তাই বর্তমান তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করা মানেই ভারতের ভবিষ্যৎকে ক্ষমতায়ন করা।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এবারের বাজেট জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে সহায়ক হবে। ন্যাশনাল ডিজিটাল ইউনিভার্সিটি একটি নজিরবিহীন পদক্ষেপ। আসন সংকটের সমস্যা সমাধান করা সম্ভব হবে। সীমাহীন আসন থাকবে। সমস্ত স্টেকহোল্ডারদের কাছে আমি অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব ডিজিটাল ইউনিভার্সিটি শুরু করা নিশ্চিত করুন।” প্রধানমন্ত্রী আরও জানান, “কেন্দ্রীয় বাজেটে শিক্ষা ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ৫টি বিষয়ের ওপর অনেক জোর দেওয়া হয়েছে। প্রথমটি হল-মানসম্পন্ন শিক্ষার সর্বজনীনীকরণ, দ্বিতীয়টি হল-দক্ষতা উন্নয়ন, তৃতীয়টি হল-নগর পরিকল্পনা এবং নকশা, চতুর্থ হল-আন্তর্জাতিকীকরণ- ভারতে বিশ্বমানের বিদেশী বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম হল অ্যানিমেশন ভিজ্যুয়াল ইফেক্টস গেমিং কমিক।”
জাতীয় ডিজিটাল বিশ্ববিদ্যালয়কে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি অভূতপূর্ব পদক্ষেপ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “জাতীয় ডিজিটাল ইউনিভার্সিটি দেশের শিক্ষা ব্যবস্থায় এক অনন্য ও নজিরবিহীন পদক্ষেপ। ডিজিটাল ইউনিভার্সিটির এমনই সম্ভাবনা রয়েছে, যা দেশের আসন সমস্যা সম্পূর্ণভাবে দূর করতে পারে।” এদিন আন্তর্জাতিক মাতৃভাষার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, “মাতৃভাষায় দেওয়া শিক্ষা শিশুদের মানসিক বিকাশের সঙ্গে জড়িত। অনেক রাজ্যে স্থানীয় ভাষায় চিকিৎসা ও কারিগরি শিক্ষা শুরু হয়েছে। এই বাজেটে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ।”