Death : রাজস্থানে বিয়ে করতে যাওয়ার পথে চম্বল নদীতে তলিয়ে গেল গাড়ি, বর সহ মৃত ৯ জন

কোটা, ২০ ফেব্রুয়ারি (হি. স.): রাজস্থানের কোটায় বিয়ে করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা । দুর্ঘটনায় বর সহ ৯ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। গাড়িটি জল থেকে তোলা হয়েছে। দেহগুলিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রাজস্থানের সোয়াই মাধোপুর থেকে বিয়ের জন্য মধ্যপ্রদেশের উজ্জয়িনী যাচ্ছিল গাড়িটি। ওই গাড়িতে প্রত্যেকেই ছিলেন বরযাত্রী। গাড়ির সঙ্গেই যাচ্ছিল একটি বাসও। বরযাত্রীদের বাসটি আগে চলে গেলে বরের গাড়িটি রাস্তা ভুলে একটি পুলের উপর এসে পড়ে । সে সময় পুলের আগে বাম্পারে ধাক্কা মেরে বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। রবিবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুরসভার প্রশাসন। আসে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। ক্রেন দিয়ে নদী থেকে তোলা হয় গাড়িটি । নয়জনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান হয় ।

কোটার সিটি পুলিশের তরফে সুপারিন্টেডেন্ট কেশর সিং শেখাওয়াত জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে যায়। তিনি জানান, বেসামাল হয়েই দুর্ঘটনা ঘটে যায়।চম্বল নদীতে তলিয়ে যাওয়া গাড়িটিকে ক্রেন দিয়ে উদ্ধার করা হয়ছে । উদ্ধার করা হয় ৯ জনের দেহ। মৃতদের মধ্যে রয়েছে বরও । তাঁরা সকলেই একই পরিবারের সদস্য। মৃতদের বয়স ২০ থেকে দ৩৫ বছরের মধ্যে। আপাতত তাঁদের দেহ ময়না তদন্তের পর পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের বাসস্থানে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। শোক প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *