চণ্ডীগড়, ২০ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার পঞ্জাব বিধানসভা নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ১৭.৭৭ শতাংশ। নির্বাচন কমিশনের মতে, সকাল ১১টা পর্যন্ত শ্রী মুক্তসর সাহিবে সর্বোচ্চ ২৩.৩৪ শতাংশ ভোট পড়েছে, তারপরে ফাজিলকা (২২.৫৫ শতাংশ) এবং মালেরকোটলা (২২.০৭ শতাংশ)।
পাঠানকোটে ১২.৪৪ শতাংশ ভোটারের সর্বনিম্ন শতাংশ রেকর্ড করা হয়েছে। আর সাহেবজাদা অজিত সিং নগরে ১৩.১৫ শতাংশ ভোটারের উপস্থিতি দেখা গেছে।
জলন্ধরে ১৪.৩০ শতাংশ ভোটার, লুধিয়ানায় ১৫.৫৮ শতাংশ ভোটার রেকর্ড করা হয়েছে এবং মোগায় ১৬.২৯ শতাংশ ভোট দেওয়া হয়েছে।
এদিকে, হোশিয়ারপুরে ১৮.৮৮ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং কাপুরথালায় ১৬.০৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। মানসা ১৯.৭৫ শতাংশ রেকর্ড করেছে।
এদিন পঞ্জাবে এদিন ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর। মোট ভোটারের সংখ্যা ২,১৪,৯৯,৮০৪, তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১,১২,৯৮,০৮১, মহিলা ভোটার ১,০২,০০,৯৯৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭২৭ জন। ১১৭টি বিধানসভা আসনে ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর। তাঁদের মধ্যে ১,২০৯ জন পুরুষ প্রার্থী, বাকি ৯৩ জন মহিলা।
প্রসঙ্গত, পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসন নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। ফলাফল ১০ মার্চ ঘোষণা করা হবে।

