Narendra Modi: ‘গোবর ধন’ প্ল্যান্টের সৌজন্যে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত হবে শহর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে গোবর-ধন (বায়ো-সিএনজি) প্ল্যান্টের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্দোরে গোবর-ধন (বায়ো-সিএনজি) প্ল্যান্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। শহরের বাড়ি-ঘর থেকে যে বর্জ্য নিঃসৃত হচ্ছে, গ্রামে পশু-খামারের যে বর্জ্য নিঃসৃত হচ্ছে তাই হল ‘গোবর ধন’। এই উদ্যোগ দেশের শহরগুলিকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও পরিচ্ছন্ন শক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “এই ধরনের গোবর-ধন প্ল্যান্ট, বায়ো-সিএনজি প্ল্যান্ট তৈরির জন্য দেশের ৭৫টি বড় নাগরিক সংস্থায় যে কাজ চলছে এ জন্য আমি ভীষণ খুশি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “৭-৮ বছর আগে ভারতে ইথানলের মিশ্রণ ছিল মাত্র ১-২ শতাংশ। বর্তমানে পেট্রোলে ইথানল মিশ্রিত করার হার প্রায় ৮ শতাংশের কাছাকাছি। মিশ্রনের জন্য ইথানলের সরবরাহও বিগত ৭ বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *