আগরতলা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় শতকের নীচে নেমেছে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা। তেমনি দৈনিক সংক্রমণ কমে দাঁড়িয়েছে ৬ জন। গত ২৪ ঘন্টায় চারটি জেলা করোনার দৈনিক সংক্রমণ শূন্য ছিল। স্বাভাবিকভাবে করোনা পরিস্থিতিতে উন্নতি ত্রিপুরাবাসীকে অনেকটাই নিশ্চিন্ত করেছে। ত্রিপুরাও পুরনো ছন্দে ফিরছে।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩৯২ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২০৮২ জনকে নিয়ে মোট ২৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৬ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। দৈনিক সংক্রমণের হার বর্তমানে কমে হয়েছে ০.২৪ শতাংশ। গতকাল ২৩৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ০.৪২ শতাংশ। কারোর মৃত্যু হয়নি।
এদিকে, সুস্থতা স্বস্তি দিয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ২৪ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৯৪ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৮৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৭৫৫ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার কমে হয়েছে ৪.২১ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৯৯ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৯১৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, দৈনিক সংক্রমণে পশ্চিম ত্রিপুরা জেলা অন্য জেলাগুলিকে টপকে গেছে। সিপাহীজলা, খোয়াই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলায় কেউ করোনা আক্রান্ত হননি। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম ত্রিপুরা জেলায় ৩ জন, গোমতি জেলায় ১, ধলাই ১ জন এবং দক্ষিণ জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।