মধুবনি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের মধুবনি রেল স্টেশনে আগুন ধরে গেল দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে। সৌভাগ্যবশত ওই ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। শনিবার সকালে মধুবনি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কামরায় আগুন লাগে, দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। স্টেশন চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। স্টেশনে উপস্থিত কিছু মানুষজন ও রেল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালান, পরে সকাল ৯.৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের লেলিহান শিখায় ট্রেনের ওই বগিটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
পূর্ব মধ্য রেলের সিপিআরও জানিয়েছেন, শনিবার স্বাধীনতা সেনানী সুপারফাস্ট এক্সপ্রেসের একটি খালি বগিতে আগুন লাগে। মধুবনি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ট্রেনের বগিতে আগুন লাগে। সকাল ৯.৫০ মিনিট নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।