আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : বিভিন্ন পিএসইউ এবং বোর্ডগুলিতে কর্মরতদের গ্রেচুইটি বাড়ছে। কারণ, ত্রিপুরা সরকার গ্রেচুইটি আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। তাতে, বিভিন্ন পিএসইউ এবং বোর্ডগুলিতে কর্মরতদের গ্রেচুইটি বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা। ২৯ মার্চ ২০১৮ সালের পর থেকে ওই সংস্থায় কর্মরত যাঁরা অবসরে গেছেন তাঁরা ওই সুবিধা পাবেন।
এ-বিষয়ে সম্প্রতি অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে শিল্প ও বানিজ্য দফতরের সচিব ড. প্রশান্ত গোয়েল এবং বিভিন্ন পিএসইউ ও বোর্ডগুলির আধিকারিকদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে সার্বিক বিষয় সবিস্তারে বর্ণনা দিয়েছেন অ্যাডভোকেট জেনারেল। ত্রিপুরা সরকারের অধীনে কর্মচারীদের গ্রেচুইটি বৃদ্ধি করা হয়েছে। ফলে, বিভিন্ন পিএসইউ-তে একই নিয়ম চালু করার দাবিতে আদালতে একাধিক মামলা হয়েছে। তাতে, ত্রিপুরা সরকারের নানা সমস্যার সম্মুখীন হয়েছে।
ওই বৈঠকে আদালতের রায় সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে। তাতে, সিদ্ধান্ত হয়েছে গ্রেচুইটি আইন সংশোধন করা হবে। সে মোতাবেক ২০১৮ সালের ২৯ মার্চের পর অবসরে গেছেন বিভিন্ন পিএসইউ এবং বোর্ডের সমস্ত কর্মীদের সংশোধীত হারে গ্রেচুইটি পাবেন।