নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি থেকে মধ্যপ্রদেশের খাজুরাহো অবধি স্পাইসজেটের সরাসরি ফ্লাইটের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার এই বিমান পরিষেবার শুভ সূচনা করার পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “২০২৫ সালের মধ্যে ১০০টি নতুন বিমানবন্দর নির্মাণের লক্ষ্য নিয়েছি আমরা, যার মধ্যে ৬৫টি নির্মিত হয়েছে।” বর্তমানে দেশে বিমান যাত্রীর সংখ্যা বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ২০১২ সালে ৬ কোটি যাত্রী ছিল, সেই সংখ্যা এখন ১৪ কোটিতে উন্নীত হয়েছে।”
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন টুইট করে জানিয়েছেন, “মধ্যপ্রদেশের পর্যটন শহর খাজুরাহো এবং দিল্লির মধ্যে বহু প্রতীক্ষিত বিমান পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছি।” সরাসরি এই বিমান পরিষেবার সূচনা হলে দিল্লি থেকে মধ্যপ্রদেশের খাজুরাহো যাওয়া আরও সহজ হয়ে গেল।