কোটা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দেশের বেশ কিছু রাজ্যে নিষিদ্ধ সংগঠনের তালিকায় রয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)। সেই পিএফআই-কে মিছিল করার অনুমতি দিয়েছে রাজস্থানের কোটা প্রশাসন। ঘটনাক্রমে ১৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পিএফআই-এর প্রতিষ্ঠা দিবস। এদিন কোটায় ”ঐক্য মিছিল” বের করেন পিএফআই-এর কর্মীরা।
”ঐক্য মিছিল” করে কোটার নয়াপুরা স্টেডিয়ামে পৌঁছন পিএফআই কর্মীরা। প্রথমে পিএফআই-কে মিছিল করার ও নয়াপুরা স্টেডিয়ামে জড়ো হওয়ার অনুমতি দেয়নি। কিন্তু পরে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়। অনুমতি পাওয়ার পরই কোটায় ”ঐক্য মিছিল” বের করেন পিএফআই-এর কর্মীরা।