Covid19: দৈনিক সংক্ৰমণ বেড়ে ৩০,৬১৫, ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যাতেও বৃদ্ধি

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): সামান্য হলেও, ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। কোভিডে মৃত্যুর সংখ্যাও ৫০০-র গণ্ডি ছাড়িয়ে গেল। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন, যা মঙ্গলবারের তুলনায় ১১ শতাংশ বেশি (মঙ্গলবার ছিল ২৭ হাজার ৪০৯ জন)। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৫১৪ জন রোগীর, কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৪ জনের। এর মধ্যে ১৩০ জনের মৃত্যু হয়েছিল আগেই। কিন্তু তা করোনায় মৃত্যুর খতিয়ানে নথিভুক্ত হয়নি। যা এখন নথিভুক্ত করা হল। স্বভাবতই বৃদ্ধি পেয়েছে মৃত্যুর সংখ্যা। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.৪৫ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৩,৭০,২৪০-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৫২,৮৮৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৮৭ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪১ লক্ষ ৫৪ হাজার ৪৭৬ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৭৩,৮৬,৮১,৬৭৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫১৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,০৯,৮৭২ জন (১.১৯ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৮,২৯,৮৮ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১৮,৪৩,৪৪৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৯৪ শতাংশ। নতুন করে ৩০,৬১৫ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৭,২৩,৫৫৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *