লখনউ, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি ও সমাজবাদী পার্টিকে ক্ষমতায় আসা থেকে রুখতেই হবে। উত্তর প্রদেশের জনগণের উদ্দেশে বললেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। বুধবার মায়াবতী বলেছেন, “সমাজবাদী পার্টি এবং বিজেপিকে উত্তর প্রদেশে ক্ষমতায় আসা থেকে আটকাতে হবে আমাদের। বিজেপি সরকার তাঁদের বর্ণবাদী ও পুঁজিবাদী নীতি এবং আরএসএস-এর সংকীর্ণ এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। ধর্মের নামে বিদ্বেষ ও উত্তেজনার পরিবেশ রয়েছে।”
সমাজবাদী পার্টিকে আক্রমণ করে মায়াবতী বলেছেন, “সমাজবাদী পার্টির শাসনকালে গুন্ডা, অপরাধী, মাফিয়া, দাঙ্গাবাজ ও সমাজ-বিরোধীরা দাঙ্গা চালাচ্ছিল। এমনকি উন্নয়নমূলক কাজগুলিও শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল।” উল্লেখ্য, উত্তর প্রদেশে ইতিমধ্যে দু’দফা ভোট সম্পন্ন হয়েছে।