ত্রিপুরা : প্রেম দিবস পালনে ফুল কেনার ধুম, পুলওয়ামায় শহীদদের শ্রদ্ধায় স্মরণ

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : প্রিয়জনদের জন্য যখন ফুল কেনার ধুম পড়েছে। তখনই শহীদ সিআরপিএফ জওয়ানদের জন্য কেঁদে ভাসিয়েছেন তাঁদের স্বজন। আজ ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস, অন্যদিকে আজই পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের বলিদান দিবসও। আজ থেকে ৩ বছর আগে সন্ত্রাসবাদীদের নির্মম হামলার শিকার হয়েছিলেন তাঁরা। দেশের জন্য তাঁদের ওই আত্ম বলিদান আজ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হচ্ছে। ত্রিপুরায় সিআরপিএফের ১২৪ নম্বর ব্যাটেলিয়ান মুখ্য কার্যালয়ে পুলওয়ামা হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।


ভ্যালেনটাইনস ডে অথবা প্রেম দিবস ত্রিপুরাতেও মহা ধুমধামে পালিত হচ্ছে। প্রিয়জনদের জন্য ফুল কেনার ধুম পড়েছে। বিভিন্ন পার্ক, রেস্টুরেন্টে প্রেমিক যুগলদের ভিড় লক্ষ্য যাচ্ছে। ফুল কেনার ভিড়ে ষাটোর্ধ ব্যক্তির উপস্থিতি নব প্রজন্মকে দারুনভাবে অনুপ্রেরণা দিয়েছে। চাকুরিজীবি অজয় আচার্য আজ স্ত্রীর জন্য ফুল নিতে এসেছেন। তিনি বলেন, বয়স ষাট পেরিয়ে গেছে। জীবন কদিনই বাকি রয়েছে, তা জানা নেই। তাই, মৃত্যুর আগে স্ত্রীকে আজকের দিনটি উপভোগ করার সুযোগ করে দিতে চাইছি। তেমনি, স্কুল-কলেজ পড়ুয়া প্রেমিক-প্রেমিকারাও আজ প্রিয়জনদের জন্য ফুল কিনে নিয়ে যাচ্ছেন। অনেকে আবার ভাই, বোন এবং বন্ধুদের জন্য ফুল কিনছেন। সব মিলিয়ে আজ ফুল ব্যবসায়ীরা দারুন মুনাফা কামাচ্ছেন।


এদিকে, ত্রিপুরায় সিআরপিএফ ১২৪ নম্বর ব্যাটেলিয়ানে পুলওয়ামা হামলায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ-বিষয়ে কমান্ডেন্ট মুকেশ ত্যাগী বলেন, ৩ বছর আগে আজকের দিনে দেশ ৪০ জন বীর সন্তানকে হারিয়েছে। তাঁরা দেশ সেবায় আত্ম বলিদান দিয়েছেন। তাঁদের আজ হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তিনি আজকের দিনে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলেন, দেশের জন্য যাঁরা বলিদান দেন তাঁদের স্মরণ করুন। পরিবার ছেড়ে এসে দেশের জন্য শহীদ হন তাঁদের মানে রাখুন।


আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুলওয়ামায় শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি এক টুইট বার্তায় বলেন, দেশ বীর জওয়ানদের বলিদান কখনো ভুলবে এবং তাঁদের আত্মত্যাগ দেশবাসীকে অনুপ্রেরণা দেবে। এছাড়া, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সহ মন্ত্রিসভার সদস্যরাও পুলওয়ামা হামলায় শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *