Stock Market: ধস শেয়ার বাজারে, সপ্তাহের প্রথম বেচা-কেনার দিন পড়ল সূচক

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : সপ্তাহের প্রথম বেচা-কেনার দিনেই ধস শেয়ার বাজারে। সেনসেক্সের সূচক পড়ে ১৫শো পয়েন্ট। অন্যদিকে, নিফটির সূচক পড়ে ৪২৮ পয়েন্টে।

সোমবার যে সব সংস্থার শেয়ারের দাম কমেছে, সেই সব সংস্থা হল এসবিআই, টাটা স্টিল, এইচডিএফসি, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারেরও পতন ঘটেছে এদিন। সপ্তাহের প্রথম দিন নিফটির সূচকেরও পতন ঘটে। সব থেকে বেশি ক্ষতির মুখ দেখেছে জেএসডব্লু। তাদের শেয়ারের দাম পড়ে ৬.০৮ পয়েন্ট। টাটা স্টিল, এসবিআই, এইচডিএফসি, টাটা মোটর্সের শেয়ারের দামও কমেছে। তবে লাভের মুখ দেখেছে টিসিএস, ডিভিস ল্যাব। বোম্বে স্টক এক্সচেঞ্জের যে সব সংস্থার শেয়ার ক্ষতির মুখ দেখেছ, সেই সব সংস্থা হল এসবিআই, টাটা স্টিল, এইচডিএফসি, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক। প্রতিটি শেয়ারের দাম পড়েছে গড়ে ৪.২৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *