Charanjit Singh Channi: ক্ষমতায় এলে ১ লাখ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি চান্নির

চণ্ডীগড়, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে যুবকদের এক লাখ সরকারি চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই প্রতিশ্রুতি দিয়ে বলেন, পঞ্জাবের উন্নয়নের জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের সময়ে এটি খুব ব্যয়বহুল। রাজ্য প্রতিটি পরিবার শিক্ষিত হয় তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। রাজ্য সরকারের সরকারি স্কুল, কলেজে বিনামূল্যে শিক্ষা দেব যাদের সামর্থ্য নেই। আমরা এই ধারণার সমর্থনে বৃত্তি প্রকল্প নিয়ে আসব।

আসন্ন নির্বাচনের জন্য চন্নিকে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হিসাবেও ঘোষণা করা হয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী বার্নালা জেলার ভাদৌর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রসঙ্গত, পঞ্জাবে ভোট হবে ২০ ফেব্রুয়ারি। ভোট গণনা হবে ১০ মার্চ।