লুধিয়ানা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে বিজেপি ক্ষমতায় এলেই সে রাজ্যের ৪ শহরে তৈরি হবে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)-র শাখা অফিস। পঞ্জাবের লুধিয়ানা থেকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার লুধিয়ানা জনসভা থেকে অমিত শাহ বলেছেন, “পঞ্জাবে সরকার গঠনের পর, আমরা রাজ্যের ৪টি শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর শাখা অফিস স্থাপন করব। মাদক প্রতিরোধের জন্য, আমরা রাজ্যের প্রতিটি জেলায় একটি টাস্ক ফোর্স গঠন করব।”
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সরকারকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পঞ্জাবে আবারও কংগ্রেস সরকার গড়ার স্বপ্ন দেখছেন চান্নি সাহেব। একজন মুখ্যমন্ত্রী যিনি ভারতের প্রধানমন্ত্রীকে নিরাপদ পথ দিতে পারেন না, তিনি কি পঞ্জাবকে নিরাপত্তা দিতে পারবেন?”