Bhupesh Baghel: বিজাপুরে মাওবাদী হামলার নিন্দা, বাঘেল বললেন জওয়ানদের বলিদান বৃথা যাবে না

রায়পুর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী হামলার তীব্র নিন্দা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। জানিয়েছেন, জওয়ানদের বলিদান বৃথা যাবে না। শনিবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন প্রাণ হারিয়েছেন সিআরপিএফ-এর একজন অফিসার, মাও-হামলায় আহত হয়েছেন একজন জওয়ানও। বিজাপুর জেলার বাসাগুড়া থানার অন্তর্গত টিম্মাপুর-পুটকেল জঙ্গলের ঘটনা।

এই মাওবাদী হামলার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। ভুপেশ বাঘেল টুইটে জানিয়েছেন, বিজাপুরে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এস বি তির্কির মৃত্যুতে ব্যথিত। আহত জওয়ানের সুচিকিৎসার জন্য নির্দেশ দিয়েছি। তিনি জানান, “আমাদের জওয়ানরা নকশালদের আস্তানায় ঢুকে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে লড়াই করছেন। আমাদের জওয়ানরা নকশালদের একটি সীমিত বৃত্তে ঢেকে রেখেছে। জওয়ানদের বলিদান বৃথা যাবে না।”

বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, শনিবার সকালে সিআরপিএফ-এর ১৬৮ ব্যাটালিয়নের ‘এফ কোম্পানি’-র জওয়ানরা রোড ওপেনিং ও স্যানিটাইজিং ডিউটিতে যাচ্ছিলেন। সেই সময় অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা, গুলিবিদ্ধ হন সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এস বি তির্কি, পরে তাঁর মৃত্যু হয়। এনকাউন্টারে আহত হয়েছেন একজন জওয়ান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় এখন অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *