Narendra Modi: বিজেপি সরকার যে সঙ্কল্প নেয় তা পূরণও করে : প্রধানমন্ত্রী

সাহারানপুর, ১০ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টির সরকার যে সঙ্কল্প নেয়, তা পূরণও করে। উত্তর প্রদেশের সাহারানপুরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “সবকা সাথ, সবকা বিকাশই উত্তর প্রদেশের উন্নয়নের চাবিকাঠি।” এদিন প্রধানমন্ত্রী শুরুতেই বলেছেন, “সাহারানপুরের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, উত্তর প্রদেশকে উন্নয়নের শিখরে যাঁরা নিয়ে যাবে তাঁরা তাঁদেরই ভোট দেবেন। যাঁরা উত্তর প্রদেশকে দাঙ্গা মুক্ত রাখবে, তাঁদেরই ভোট দেবেন। যাঁরা বোন-মেয়েদের ভয়-ভীতিমুক্ত রাখবে তাঁদেরই ভোট দেবেন। যাঁরা অপরাধীদের জেলে পাঠাবে তাঁদেরই ভোট দেবেন।” উত্তর প্রদেশের বিজেপির সরকার কতটা প্রয়োজন, তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “ছোট কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিসান-এর টাকা সরাসরি যাতে পৌঁছতে থাকে তা উত্তর প্রদেশে বিজেপি সরকার খুবই দরকার। এই মহামারীর সময়ে দরিদ্ররা যাতে বিনামূল্যে রেশন পেতে থাকেন, সে জন্য দরকার বিজেপির সরকার।”

যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসা করে মোদী বলেছেন, উত্তর প্রদেশের বিভিন্ন জেলাকে সড়কের সঙ্গে যুক্ত করেছে যোগীজির সরকার, বাড়ছে যোগাযোগ। গঙ্গা এক্সপ্রেসওয়ে, দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়ে, দিল্লি-যমুনোত্রী হাইওয়ে, দিল্লি-সাহারানপুর ফোরলেন, সাহারানপুর বিমানবন্দর-উত্তর প্রদেশে এত দ্রুত কাজ আগে কখনও হয়নি।” প্রধানমন্ত্রী বলেছেন, “বিজেপি সরকারের ইতিহাস ও পরম্পরা হল, বিজেপি সরকার যে সঙ্কল্প নেয় তা পূরণও করে। এটি আমাদেরই সরকার, যা আখ চাষীদের আগের চেয়ে অনেক বেশি মূল্য দিয়েছে।…আখ চাষিদের সমস্যা দূরীকরণে আমরা স্থায়ী ব্যবস্থা নিচ্ছি। দেখা যায় চিনির দাম কম হলে অথবা চিনিকল বন্ধ হলে আখ চাষিদের সমস্যা হয়। আখ চাষিদের সমস্যা দূরীকরণে সরকার প্রয়াসরত।”

কংগ্রেস-সহ বিরোধীদের এদিন নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, যে সমস্ত মানুষ শুধুমাত্র নিজেদের পরিবারের সেবায় নিয়োজিত, নিজেদের পরিবার নিয়েই চিন্তা করে তাঁরা কখনও গরীব, দলিত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, ক্ষুদ্র কৃষকের জন্য চিন্তা করতে পারে না।” প্রধানমন্ত্রীর কথায়, “সবকা সাথ, সবকা বিকাশই উত্তর প্রদেশের উন্নয়নের চাবিকাঠি। বিজেপির কাছে উন্নয়নে মেয়েদের অংশগ্রহণ সবচেয়ে বড় অগ্রাধিকার। এ কারণেই বর্তমানে মেয়েদের জন্য প্রতিটি সেক্টর খুলে দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *