তেলিয়ামুড়া, ১০ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া থানার পুলিশ গৌরাঙ্গ টিলা এলাকার অজয় দাসের বাড়িতে ড্রাগস উদ্ধারের উদ্দেশে বৃহস্পতিবার সকালে হানা দেয়। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ওই বাড়ি ঘেরাও করে তল্লাশি চালালেও কিছুই উদ্ধার করতে সক্ষম হয়নি। ধারণা করা হচ্ছে আগাম খবরের ভিত্তিতে বাড়ি থেকে নেশাজাতীয় সামগ্রী অন্যত্র সরিয়ে দিয়ে গেছে। স্থানীয় সূত্রের খবর গৌরাঙ্গ টিলা এলাকার অজয় দাস দীর্ঘদিন ধরেই ড্রাগস-এর ব্যবসা চালিয়ে যাচ্ছে। সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় বলে তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে।
2022-02-10