চন্ডীগড়, ১০ ফেব্রুয়ারি (হি.স.): নৈশ কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল চন্ডীগড় প্রশাসন। বৃহস্পতিবার থেকেই তুলে নেওয়া হচ্ছে রাত্রিকালীন কারফিউ, পাশাপাশি ১৪ ফেব্রুয়ারি (সোমবার) থেকে স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি থেকে চন্ডীগড়ের সমস্ত স্কুলে শুরু হবে সমস্ত ক্লাস। এখানেই শেষ নয়, ১২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হচ্ছে রক গার্ডেন ও বার্ড পার্ক।
কেন্দ্রশাসিত অঞ্চলে চন্ডীগড়ে অনেকটাই কমেছে করোনার সংক্ৰমণ। সংক্রমণ নিম্নমুখী হতেই স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে চন্ডীগড়। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে তুলে নেওয়া হচ্ছে রাত্রিকালীন কারফিউ। ১৪ ফেব্রুয়ারি (সোমবার) থেকে স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি থেকে চন্ডীগড়ের সমস্ত স্কুলে শুরু হবে সমস্ত ক্লাস। ১২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হচ্ছে রক গার্ডেন ও বার্ড পার্ক।