মুম্বই, ১০ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটকের হিজাব বিবাদ নিয়ে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বৃহস্পতিবার অজিত পওয়ার বলেছেন, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, আমাদের তেমনই আচরণ করা উচিত। কর্ণাটকের হিজাব বিবাদ নিয়ে দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে, কেউ স্কুল চত্বরে হিজাবের পক্ষে কেউ আবার বিপক্ষে।
এমতাবস্থায় বৃহস্পতিবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার বলেছেন, “সমাজকে আরও বিভক্ত করে এমন ঘটনা এড়িয়ে চলতে হবে আমাদের। এটা দুর্ভাগ্যজনক যে কিছু মানুষ এর থেকে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছে। ভারতীয় সংস্কৃতি এবং সংবিধান আমাদের জাতি ও ধর্মীয় ভিত্তিতে মানুষকে বিভক্ত করতে শেখায় না।”

