উত্তর প্রদেশে প্রথম দফায় ৫৮টি আসনে ভোটগ্রহণ, ভাগ্যপরীক্ষা ৬২৩ জন প্রার্থীর

লখনউ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে ৫৮টি আসনে। এই দফায় ভাগ্যপরীক্ষা হবে মোট ৬২৩ জন প্রার্থীর। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পশ্চিমাঞ্চলীয় উত্তর প্রদেশের ১১টি জেলার ৫৮টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। প্রথম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন শ্রীকান্ত শর্মা, সুরেশ রাণা, সন্দীপ সিং, কপিল দেব আগরওয়াল, অতুল গর্গ এবং চৌধুরী লক্ষ্মী নারাইন। মোট ৬২৩ জন প্রার্থী এদিন ভাগ্যপরীক্ষা হচ্ছে, তাঁদের মধ্যে ৭৩ জন মহিলা। মোট ভোটারের সঙ্গে ২.২৮ কোটি, তাঁদের মধ্যে ১.২৪ কোটি ভোটার পুরুষ ও ১.০৪ কোটি ভোটার হলেন মহিলা।

প্রথম দফায় উত্তর প্রদেশের যে জেলাগুলিতে ভোটগ্রহণ হচ্ছে সেই জেলা গুলি হল-শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, মুজফ্ফরনগর, মেরঠ, বাঘপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, মথুরা ও আগ্রা। ২০১৭ সালের নির্বাচনে এই ৫৮টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি দু’টি করে আসনে জিতেছিল। আরএলডি জিতেছিল একটি আসনে। হাপুর হোক অথবা আলিগড় সকাল সকাল ১১টি জেলার বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন সকালে মথুরার গোবর্ধন মন্দিরে পূজার্চনা করেছেন উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি প্রার্থী শ্রীকান্ত শর্মা। মথুরা বিধানসভা আসনের প্রার্থী তিনি। শ্রীকান্ত শর্মা বলেছেন, “এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়, রাজ্যের মহিলাদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। বিগত ৫ বছরে সমৃদ্ধ উত্তর প্রদেশের ভীত স্থাপন করেছি আমরা।” সার্ধনার বিজেপি প্রার্থী সঙ্গীত সোম বলেছেন, “আমরা উন্নয়নের এজেন্ডা নিয়ে লড়াই করছি, কারণ আমরা ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্র নিয়ে কাজ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *