নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : ফিউচার গ্রুপের বিরুদ্ধে সালিশি স্থগিতের বিরুদ্ধে অ্যামাজনের আবেদনে ফিউচার গ্রুপকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ২৩ ফেব্রুয়ারি এই বিষয়ে পরবর্তী শুনানির নির্দেশ দেন।
শুনানিকালে হাইকোর্টে কবে শুনানি হচ্ছে তা জানতে চান প্রধান বিচারপতি। এরপর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়, মার্চের তৃতীয় সপ্তাহে হাইকোর্টে এ বিষয়ে শুনানি হবে। গত ৫ জানুয়ারি দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সামনে অ্যামাজনের সাথে ফিউচার গ্রুপের পক্ষে সালিশি কার্যক্রম স্থগিত করেছিল।
হাইকোর্টের একক বেঞ্চের আদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে ফিউচার গ্রুপ। বিচারপতি অমিত বানসালের একক বেঞ্চ ৪ জানুয়ারি ফিউচার গ্রুপের আবেদন খারিজ করে দেয়। ফিউচার কুপন এবং ফিউচার রিটেল ডিভিশন বেঞ্চকে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারকে নির্দেশ দিতে বলেছে, যাতে সালিসি বাতিল করার জন্য অ্যামাজনের অনুরোধ বিবেচনা করা যায়।