নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন বিজেপি কর্মী খুনের মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বুধবার শেখ সুফিয়ানকে অন্তর্বর্তী জামিন প্রদান করেছে সর্বোচ্চ আদালত। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। এদিন একাধিক শর্তে শেখ সুফিয়ানকে অন্তর্বর্তী জামিন প্রদান করেছে বিচারপতি এল নাগেশ্বর রাও ও অভয় এস ওকার বেঞ্চ। এর আগে গত ৪ ফেব্রুয়ারি অর্ডার সুরক্ষিত রেখেছিল শীর্ষ আদালত। এর আগে গ্রেফতাররি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান। কিন্তু সেখানে স্বস্তি মেলেনি। তারপরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নন্দীগ্রামের একাধিক এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার জেরে দেবব্রত মাইতি নামে এক ব্যক্তি খুন বলেও অভিযোগ। ভোট পরবর্তী হিংসা মামলায় নাম জড়িয়েছে সুফিয়ানের। নন্দীগ্রামের চিল্লোগ্রামের বাসিন্দা তথা বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই কাণ্ডে নাম জড়ায় শেখ সুফিয়ানের।