আগরতলা, ৯ ফেব্রুয়ারি : পাঁচটি বামপন্থী সংগঠনের আহবানে বুধবার রাজধানী আগরতলা শহরের লেইক চৌমুহনী বাজার শহরের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় বাজেটের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ-বিক্ষোভ সভা সংগঠিত করা হয়। এদিন কেন্দ্রীয় বাজেট এর প্রতিলিপিও পোড়ানো হয়েছে।
প্রতিবাদ বিক্ষোভ ও সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার যে বাজেট প্রস্তাব পেশ করেছে তা সাধারণ এবং গরীব মানুষের স্বার্থের পরিপন্থী। এই বাজেট প্রস্তাবে গরিব মানুষের স্বার্থ রক্ষার জন্য কোন সংস্থান রাখা হয়নি। দেশের পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে অন্যতম ত্রিপুরার জন্য বাজেট প্রস্তাব তেমন উল্লেখযোগ্য কোনো বিষয় রাখা হয়নি। এই বাজেট প্রস্তাব কে জনস্বার্থবিরোধী আখ্যায়িত করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট এর বিরোধিতা করে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল হতে বামপন্থী পাঁচটি সংগঠনের পক্ষ থেকে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।