আগরতলা, ৯ ফেব্রুয়ারি : ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে অনলাইন বুকিং পরিষেবা চালু করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই পরিষেবা চালু হলে যে কোন রোগী বা তার পরিবারের লোকজনরা অনলাইনে রোগীর নাম লিপিবদ্ধ করে নির্ধারিত সময়ে রোগী নিয়ে হাসপাতালে এসে পরিসেবা গ্রহণ করতে পারবেন। এই পরিষেবা চালু হয়ে গেলে দীর্ঘ লাইনে অপেক্ষা করে চিকিৎসার সুযোগ গ্রহণ করতে হবে না। এই পরিষেবার সুযোগ আরো সহজ হয়ে যাবে।
বুধবার বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর দিলীপ দাস আইজিএম হাসপাতালে পরিদর্শনকালে সাংবাদিকদের অবহিত করে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বিগত সরকারের আমলের সমালোচনা করতে গিয়ে বলেন, ১১৮ বছরের পুরনো এই হাসপাতালকে বিগত সরকারের আমলে ঐতিহ্য বিনষ্ট করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আইজিএম হাসপাতালে পরিষেবা উন্নয়নের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই পরিষেবার মান অনেক উন্নত হয়েছে। আরো একটি বহুতল দালান বাড়ি তৈরি হয়েছে। নতুন বাড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা শীঘ্রই চালু হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। বর্তমান সরকার আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবায় ঐতিহ্য ফেরানোর যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর দিলীপ দাস।