মুম্বই, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ফের বিপাকে পড়লেন অভিনেতা আদিত্য পাঞ্চোলি। অভিনেতা আদিত্য পাঞ্চোলির নামে মুম্বইয়ের জুহু থানায় অভিযোগ জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক স্যাম ফার্নান্ডেজ। পুলিশ জানিয়েছে, একটি হোটেলে প্রযোজক স্যাম ফার্নান্ডেজকে গালিগালাজ, হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে অভিনেতা আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে।
পাল্টা আদিত্য পাঞ্চোলি ওই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, সুরজ পাঞ্চোলির সঙ্গে ছবি নির্মাণ করার জন্য ওই প্রযোজককে আদিত্য নিগ্রহ করেছেন বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে।