প্রাপ্ত বয়স্কদের করোনা চিকিৎসায় বাজারে এল নতুন ন্যাজাল স্প্রে

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি. স.): প্রাপ্ত বয়স্কদের করোনা চিকিৎসার জন্য বাজারে এল নতুন ন্যাজাল স্প্রে । গ্লেনমার্ক নামে ওষুধ কোম্পানি নিট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রেটি বাজারে এনেছে৷ এই স্প্রে প্রাপ্তবয়স্কদের চিকিৎসায় বড় ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। ভারতীয় ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার অনুমতি নেওয়ার পরেই এই স্প্রেটি বাজারে আনা হয়েছে।

এদিকে বুধবার ফের বাড়ল দেশে দৈনিক করোনা সংক্রমণ৷ বেড়েছে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাও৷ হাজারের উপরে দৈনিক মৃত্যু সংখ্যা৷ যা নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ কারণ, গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের সংখ্যা কমলেও বুধবার ফের মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বেড়েছে৷ বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭১ হাজার ৩৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ আর একই সময়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,২১৭ জন৷ দেশের দৈনিক করোনা সংক্রমণের হার ৪.৫৪ শতাংশ৷ দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার ৯৭৬ জন৷ আর বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৯২ হাজার ৮২৮ জন৷ করোনা থেকে বুধবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১০ লাখ ১২ হাজার ৮৬৯ জন৷ এখনও দেশে ৫ লাখ ৫ হাজার ২৭৯ জনের করোনায় মৃত্যু হয়েছে৷ বুধবারের স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়েছে যে, দেশে বুধবার সকাল পর্যন্ত ১,৭০, ৮৭,০৬,৭০৫ টি করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ এত পরিমান টিকার মধ্যে কেউ দুটি ডোজ পেয়েছে, কেউ একটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *