শ্রীনগর, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : কাশ্মীরের জঙ্গিদের নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ ও সেনা জওয়ানরা। জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর ১১ সদস্যকে গ্রেফতার করল কাশ্মীর। উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র।
মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে অন্ততনাগের পুলিশ জইশ-ই-মহম্মদের দু’টি সন্ত্রাসবাদী মডিউল ধ্বংস করে। তিন সন্ত্রাসবাদী-সহ মোট ১১জনকে গ্রেফতার করে। উদ্ধাক হয় প্রচুর গোলা-বারুদ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। পুলিশের তরফে জানানো হয়েছে,”সূত্রের খবরের ভিত্তিতে খবর মিলেছিল নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ অনন্তনাগের শ্রীগুফওয়ারা বিজবেহারা এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করছে। সেই খবর পাওয়ার পরই বিভিন্ন স্থানে একাধিক চেকপয়েন্ট তৈরি করা হয়।” জানা গিয়েছে, শ্রীগুফওয়ারা গ্রামের সাখরাস ক্রসিংয়ে এরকম একটি চেকপয়েন্টে তল্লাশি করার সময় একটি বাইকে থাকা তিন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র-সহ আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়।
এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের হদিশ মেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত তিনজনের নাম আব্বাস আহ খান, জহুর আহ গৌগুজরি এবং হিদায়াতুল্লাহ কুটে। আরও তথ্যর জন্য তাদের জেরা করা হচ্ছে। জানা গিয়েছে, পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। দু’টি জঙ্গি মডিউল ধ্বংসকে কাশ্মীর পুলিশের বড় সাফল্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের কথায়, পুলিশি তৎপরতায় ভূস্বর্গে বড়সড় জঙ্গি হামলা রুখে দিল।