মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ধাক্কা খেয়েছিল সেনসেক্স। সারা দিনেও সেই ধাক্কা কাটাতে পারল না। বাজার বন্ধের সময় হাজারেরও বেশি সূচক পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬২১ দশমিক ১৯ পয়েন্টে।
বিনিয়োগকারীদের কাছে সপ্তাহ শুরুর দিন ‘ব্ল্যাক মানডে’ হয়েই থাকল। সেনসেক্সের পাশাপাশি নিফটি৫০-এরও পতন ঘটেছে। একদিনে ৩০০-র বেশি সূচক খুঁইয়েছে নিফটি। তবে টানা তিনদিন বাদে এদিন সোনার দর কিছুটা চড়েছিল। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১০০ টাকা বেড়েছে।
গত সপ্তাহে বাজেট পেশের আগের দিন দেশের আর্থিক সমীক্ষায় জিডিপি বৃদ্ধির পূর্বাভাসে অনেকটাই চাঙ্গা হয়েছিল শেয়ারবাজার। বাজেটের দিনেও শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। ফলে উৎসাহিত হয়েছিলেন বিনিয়োগকারীরা। বাড়তি লাভ ঘরে তোলার আশায় বাজারে বাড়তি অর্থ বিনিয়োগ করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার থেকেই শেয়ারবাজারে পতন শুরু। সপ্তাহের শেষ দিনেও অন্যথা ঘটেনি। দুই দিনে ৯০০-র বেশি সূচক হারিয়েছিল সেনসেক্স। ফলে বিনিয়োগকারীরা সপ্তাহ শুরুর দিন সোমবারের দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন।
এদিন ৫৮ হাজার ৬৪৪ দশমিক ৮২ পয়েন্ট নিয়ে শুরু হয়েছিল বাজার। কিন্তু বাজার খুলতেই হু-হু করে পড়তে থাকে সেনসেক্স। দুপুর দুটো নাগাদ ১৩০০-র বেশি সূচক হারিয়ে ৫৭ হাজার ৩২৩ দশমিক ১১ পয়েন্টে দাঁড়ায় সেনসেক্স। শেষ বেলায় বাজার আরও পড়ে ৫৭ হাজারের গণ্ডির নিচে নামবে কিনা, সেই আশঙ্কা দেখা দেয় বিনিয়োগকারীদের মধ্যে। যদিও দুপুর দুটোর পরে পতনের ধাক্কা সামাল দিয়ে একটু-একটু ঘুরে দাঁড়াতে শুরু করে বাজার। কিন্তু যে পতন ঘটেছিল, তা পুনুরুদ্ধার করতে পারেনি। দুপুর সাড়ে তিনটে নাগাদ এক হাজার ২৩ দশমিক ৬৩ সূচক হারিয়ে সেনসেক্স বন্ধ হয় ৫৭ হাজার ৬২১ দশমিক ১৯ পয়েন্ট। আর ৩০২ দশমিক ৭০ সূচক হারিয়ে ১৭ হাজার ২১৩ দশমিক ৬০ সূচকে বন্ধ হয় নিফটি।