মিশন ইন্দ্রধনুষ ৪.০-র সূচনা, মনসুখ বললেন রাজ্য ও কেন্দ্রকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): ইনটেনসিফাইড মিশন ইন্দ্রধনুষ ৪.০-র সূচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। ভারতে সম্পূর্ণ টিকাদানের পরিধি প্রসারিত করার লক্ষ্যে একটি বিশেষ অভিযান হিসেবে সোমবার ইনটেনসিফাইড মিশন ইন্দ্রধনুষ ৪.০-র সূচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণও এবং স্বাস্থ্য দফতরের অন্যান্য কর্তারা।

এদিন ইনটেনসিফাইড মিশন ইন্দ্রধনুষ ৪.০-র সূচনা করার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকাকরণের লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাঁর কথায়, “দেশে টিকা দেওয়ার ব্যাপ্তি ৯০ শতাংশ হোক, তা দেখতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য ও কেন্দ্রকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। ইতিমধ্যেই মোট ১৭০ কোটি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *