হরিদ্বার, ৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের জন্য ১০-দফা এজেন্ডার কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। উত্তরাখণ্ডে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে কেজরিওয়াল বলেছেন, শুধুমাত্র আম আদমি পার্টিই উত্তরাখণ্ডে সৎ সরকার দিতে পারবে। আমাদের একটি সুযোগ দিন। সোমবার অরবিন্দ কেজরিওয়াল ও উত্তরাখণ্ডে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কর্নেল অজয় কোঠিয়াল হরিদ্বারে যৌথ সাংবাদিক সম্মেলন করেন।
এই সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “এটি একটি ঐতিহাসিক নির্বাচন, যেখানে বড় ধরনের পরিবর্তন সম্ভব। উত্তরাখণ্ডে এই প্রথমবার, একটি সৎ সরকার গঠন হতে পারে। দুর্নীতি বন্ধ করা যেতে পারে।” কেজরিওয়াল বলেছেন, “আপ-কে ভোট দিলে ১০ লক্ষ টাকা বাঁচবে! আমরা বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা সমস্ত কিছু বিনামূল্যে দেব, যাতে প্রতিটি পরিবারের বছরে ২ লক্ষ টাকা বাঁচবে, অর্থাৎ ৫ বছরে ১০ লক্ষ টাকা বাঁচবে!” এদিন ১০-দফা এজেন্ডার কথা ঘোষণা করেছেন কেজরিওয়াল। তিনি বলেন, “দুর্নীতির অবসান, বিনামূল্যে বিদ্যুৎ, কর্মসংস্থান, মহিলাদের জন্য প্রতিমাসে এক হাজার টাকা, শিক্ষায় বিপ্লব, স্বাস্থ্যসেবা বিপ্লব, সড়ক পুনর্গঠন, তীর্থ যাত্রা, আধ্যাত্মিক রাজধানী এবং অবসরপ্রাপ্ত সৈন্যদের জন্য সরকারি চাকরী অথবা ১ কোটি টাকা সাহায্য।” কেজরিওয়াল এদিন বলেছেন, “উত্তরাখণ্ডকে হিন্দুদের আধ্যাত্মিক রাজধানীতে পরিণত করব আমরা। পর্যটন বৃদ্ধির পাশাপাশি এখানকার হাজার হাজার যুবকের কর্মসংস্থান হবে।”