কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি. স.): রবিবার সকালে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর । লতার প্রয়াণে শেষ হল এক অধ্যায়ের । সুরের জাদুকরীর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড থেকে বলিউড । লতার প্রয়াণে শোকাহত গায়িকা উষা উত্থুপ ।
গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে ছিলেন আইসিইউ-তেই। ৯২ বছর বয়সে সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতরত্ন লতা মঙ্গেশকর । সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শিল্পী ঊষা উত্থুপ বলেন, ”যতবারই ওনার সঙ্গে কথা বলেছি আমাকে উৎসাহ দিয়েছেন । ওনার আশীর্বাদ নিয়েছি প্রত্যেকবার । আজ গোটা শিল্পীমহল শোকস্তব্ধ ”।