নাগপুর, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতরত্ন স্বর কোকিলা কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত। তিনি এক শোকবার্তায় বলেছেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে শুধু আমার নয়, সারা দেশের মানুষের মনে যে বেদনা প্রকাশ পেয়েছে তা ভাষায় বর্ণনা করা কঠিন। ভগবান তাঁর পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য দান করুন। আমি আমার এবং সংঘের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানাই।
লতা মঙ্গেশকর আজ মুম্বইয়ে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লতা মঙ্গেশকর ৩০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন। লতার মায়াবী কণ্ঠে দেশ পাগল গোটা বিশ্ব। দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ পেয়েছেন লতা মঙ্গেশকর।
একই সঙ্গে লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাষ্ট্রীয় কার্যকারী সমিতির সদস্য সুরেশ ভাইয়াজি যোশী। তিনি শোবার্তায় বলেন, তাঁর মৃত্যুতে আজ সারাদেশ দুঃখী। লতা মঙ্গেশকরের স্থান ভারতবাসীর হৃদয়ে অন্তঃস্থলে রয়েছে। সংগীতকে তিনি শিখরে নিয়ে গিয়েছিলেন। তাঁর কোকিল ও সুরেলা কন্ঠে গানকে আপামোর জনতার হৃদয়কে ছুঁয়ে গেছে। তাঁর প্রয়াণে আজ বিশ্বের সংগীতজগতের প্রত্যেকের কাছে এক শূন্যতা তৈরি হয়েছে। ভারত সরকার তাঁকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করে তাকে যোগ্য স্থানে প্রতিষ্ঠিত করেছে। তিনি চিরকাল গোটা বিশ্বের সংগীত প্রেমের হৃদয়ে বিরাজ করবেন। তাঁর প্রতি আমার অচিন শ্রদ্ধা।