Foreign Minister : আজ তিন দিনের ভারত সফরে আসছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : আজ রবিবার তিন দিনের ভারত সফরে আসছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী জিএল পৈইরিস। বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রে-সহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনদিনের সফরে রবিবার ভারতে আসছেন তিনি। সূত্রের দাবি, তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন।

জয়শঙ্কর গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে পৈইরিসের সঙ্গে দেখা করেন এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়ে দীর্ঘ আলোচনাও করেন। গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের ভারত সফর দ্বীপরাষ্ট্রের মুখোমুখি অর্থনৈতিক সংকটের বিষয়ে পদক্ষেপের উপর দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
জয়শঙ্কর ১৫ জানুয়ারি শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন৷ সেই বৈঠকেই জানিয়েছিলেন যে, ভারত সর্বদা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে এবং আগামীতে সমর্থন অব্যাহত রাখবে।

ভারতের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্য চুক্তিও সুদৃঢ়৷ ইতিমধ্যে জ্বালানি-সহ একাধিক ক্ষেত্রে অর্থনৈতিক আদান-প্রদান হয়েছে। এরকম পরিস্থিতি শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর তিন দিনের ভারত সফর অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে দাবি বিশেষজ্ঞদের।