Suicide : মদের নেশায় অ্যাসিড খেয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ মদমত্ত অবস্থায় আরো বেশী নেশার সাধে মদ মনে করে অ্যাসিড খেয়েই মৃত্যুর হলো খোয়াইয়ের বাইজালবাড়ীর লংকাপুড়া গ্রামের কার্তিক মোহন দেববর্মার৷  খোয়াই থানাধীন দক্ষিণ পদ্মবিল এ ডি সি ভিলেজের বাইজালবাড়ীর লংকাপুড়া গ্রামে৷ঘটনার বিবরণ দিয়ে পুলিশের একটি সূত্র জানায় যে,লংকাপুড়ার কার্তিক মোহন দেববর্মা(৫৫) অন্যান্য দিনের মতোই শুক্রবার রাত আটটা নাগাদ পাড়ার নেশার ঠেক থেকে মদে চুর হয়ে বাড়ী ফিরেন৷নেশায় বুঁদ হয়ে মূহূর্তেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে এলিয়ে পড়েন বিছানায়৷কিন্তু নেশাটা যেন তবুও জমছে না৷রাত দুইটা নাগাদ ঘুম ভেঙে গেলে আবার রঙীন নেশা চেপে বসে কার্তিক মোহনের৷ঘরে তো রাখাই ছিল মদের বোতল৷কিন্তু মদের বোতলের সাথে যে রাবারের অ্যাসিডের বোতলও একটি রাখা ছিল , তা আর বেহুঁশ কার্তিক মোহন হয়তো ভুলেই গিয়েছিল৷মদ মনে করে অ্যাসিডের বোতল হাতে নিয়ে গলায় ঢেলে দিয়ে ঢকঢক করে গোটাকয়েক ঢুক গিলেই অচেতন অবস্থায় নিজের ঘরের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লো কার্তিক মোহন৷ বাড়ীর মানুষ টের পেয়ে রাতেই নিয়ে আসে হাসপাতালে৷কিন্তু কর্তব্যরত চিকিৎসক কার্তিক মোহন দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন৷ময়না তদন্ত শেষ করে শনিবার পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ৷পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *